thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০১৮ মার্চ ২১ ২১:১৬:৫৯
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মার্চ) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউটের ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইভিপি মো. আবদুর রহিম দুয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াহিয়া, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও এভিপি মো. জাহিদ হাসান। কর্মশালায় বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ে অ্যান্ডি মানি লন্ডারিং বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর