thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দিনাজপুরে নারী শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

২০১৮ মার্চ ২২ ১৭:৩৫:৩২
দিনাজপুরে নারী শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

দিনাজপুর প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে আসার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্তে নারী শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের মেইন পিলার ২৮৮/৫১সাব পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যান্তরের কাছ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিয়ানমারের আইকাফ জেলার মণ্ডু উপজেলার খানজিয়া পাড়ার আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. নুরফাতেমা (২৫) ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং তার এক বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার শ্রী রজনীকান্ত সরকার জানান, সোমবার সকালে সীমান্তে মেইন পিলার ২৮৮/৫১ এস পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যান্তরে কাছে ঘুরাঘুরি করার সময় বিজিবি’র সদস্যরা তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার নাগরীক বলে স্বীকার করেন। আটকদের বাংলাদেশের রোহিঙ্গাক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএআর/এমএসআর/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর