thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

তামিম ইকবাল চিকিৎসা নিতে থাইল্যান্ডে

২০১৮ মার্চ ২২ ১৭:৫০:৫৫
তামিম ইকবাল চিকিৎসা নিতে থাইল্যান্ডে

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগের এলিমিনেটরের পর্বের ম্যাচ বুধবার রাতে অনুষ্ঠিত হয়। এলিমিনেটর পর্বের দুই ম্যাচ আর ফাইনালে পেশোয়ার পৌঁছালে ফাইনাল ম্যাচ খেলেই দেশে ফেরার কথা ছিল তামিমের।

কিন্তু এক ম্যাচ খেলেই হঠাৎ দলে নেই তামিম ইকবাল। প্রশ্ন জাগে তামিম ভক্তদের মনে। কিন্তু আগের ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে গিয়ে হাটুর পুরনো ইনজুরিতে ব্যথা পান তামিম।

যার কারণে বুধবার রাতে করাচি কিংসের বিপক্ষে দলে ছিলেন না তিনি। চিকিৎসকের পরামর্শ নিতে রাতেই থাইল্যান্ডের বিমান ধরেন এই টাইগার ওপেনার।

এমন খবর নিশ্চিত করে পাকিস্তানি গণমাধ্যমগুলো। তারা এমনও দাবী করে ফাইনালে যদি পেশোয়ার খেলে তবে তামিম আবারো দলের সাথে যোগ দিবেন। যদিও বিসিবি এ নিয়ে এখনো কোন বিবৃতি দেয়নি।

বুধবার রাতে এলিমিনেটর পর্বের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে পেশোয়ার। ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৫৭ রান তুলতে সক্ষম হয় করাচি কিংস।

২৫ মার্চ পাকিস্তানের করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে পেশোয়ার জালমি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর