thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কেরালার প্রধান ফল কাঁঠাল

২০১৮ মার্চ ২২ ২১:১৭:৫৭
কেরালার প্রধান ফল কাঁঠাল

দ্য রিপোর্ট ডেস্ক: কাঁঠালকে ভারতের কেরালা রাজ্যর প্রধান ফল হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

২১ মার্চ বুধবার রাজ্যের বিধানসভায় সরকারি ফল হিসেবে কাঁঠালের নাম ঘোষণা করেন কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার। খবর খালিজ টাইমস।

কেরালার কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার এক ঘোষণায় বলেন, এখন থেকে কেরালা রাজ্যের প্রধান ফল হলো কাঁঠাল। কাঁঠালকে প্রধান ফল হিসেবে ঘোষণার দাবি প্রথম তুলেছিল ওই রাজ্যের কৃষি বিভাগ।

কেরালার কাঁঠালকে 'ব্র্যান্ড' হিসেবে দেশের পাশাপাশি বিদেশের বাজারে তুলে ধরতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

তিনি আরও বলেন, ফল হিসেবে কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করা হয় এই ফল। কাঁঠালের সরকারি ফলের স্বীকৃতিতে এর উৎপাদন আরও বাড়বে।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রতি মৌসুমে কেরালায় গড়ে ৩২ কোটি কাঁঠাল উৎপাদন হয়। এর মধ্যে ৩০ শতাংশই পরিকল্পনার অভাবে নষ্ট হয়।

এবার কাঁঠাল থেকে সরকারি খাতে ১৫ হাজার কোটি টাকার রাজস্ব আসবে বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, এর আগে কেরালা সরকার হাতিকে রাজ্যের প্রধান পশু, ধনেশ প্রধান পাখি, কনিকোন্না ফুলকে প্রধান ফুল, কারিমীনকে প্রধান মাছ হিসেবে ঘোষণা দিয়েছে। এবার কাঁঠালকে প্রধান ফল হিসেবে ঘোষণা দিলো।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর