thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের জয়

২০১৮ মার্চ ২৩ ১১:৩১:৪১
রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের জয়

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোট গননা শেষে রাত ১১টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন।

সমিতির ২১টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৮টি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তিনটি পদে জয় পেয়েছে।

জাহাঙ্গীর আলম জানান, ৫৫৪ জন ভোটারের মধ্যে ৫২৮ জন ভোট দিয়েছেন।

সভাপতি পদে লোকমান আলী ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পেয়েছেন ২২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে একরামুল হক ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমসেদ আলী পেয়েছন ২২৭ ভোট।

আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী, সম্পাদক হিসাব পদে আখতারুল আলম বাবু, সম্পাদক লাইব্রেরি পদে মোহাম্মদ আলী, সম্পাদক অডিট পদে হেলাল আহমেদ ও সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন পদে জালাল উদ্দিন নির্বাচিত হন।

এছাড়া এই পরিষদ থেকে সদস্য পদে জয়ী হয়েছেন আসির উদ্দিন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।

ঐক্য পরিষদের প্যানেল থেকে সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার পদে মনোয়ারা বেগম এবং সদস্য পদে এরশাদ আলী ও আফতাবুর রহমান জয়ী হয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর