thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ডিইউজের আলোকিত বাংলাদেশ ইউনিট চিফ মতলু, ডেপুটি চিফ সিরাজুল

২০১৮ মার্চ ২৩ ১৪:৫৬:২২
ডিইউজের আলোকিত বাংলাদেশ ইউনিট চিফ মতলু, ডেপুটি চিফ সিরাজুল

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক আলোকিত বাংলাদেশের ইউনিট নির্বাচনে সিনিয়র রিপোর্টার মতলু মল্লিক ইউনিট চিফ ও সিনিয়র সাব এডিটর সিরাজুল ইসলাম ডেপুটি চিফ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) দৈনিক আলোকিত বাংলাদেশ কার্যালয়ে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। এর আগে আলোকিত বাংলাদেশের বার্তা বিভাগের শিফ্ট ইনচার্জ (সেন্ট্রাল ডেস্ক) মিজানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বার্তা সম্পাদক তারিক-উল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, সিনিয়র সাব-এডিটর শওকত রেজা, আতিকুর রহমান, সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, সিনিয়র রিপোর্টার রিয়াজ উদ্দীন, মিজান রহমানসহ ইউনিটের সকল সদস্য এবং পত্রিকার অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী নবনির্বাচিত ইউনিটকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামী দিনে দৈনিক আলোকিত বাংলাদেশ ইউনিট পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে নিজ নিজ কাজের প্রতি দায়িত্বশীল থেকে ইউনিটের মাধ্যমে নিজেদের ন্যায়সঙ্গত অধিকারের বিষয়াদি মালিকপক্ষের কাছে তুলে ধরবেন। এক্ষেত্রে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সর্বাত্তক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই নিজেদের ঐক্য বিনষ্ট করা যাবে না।’

দৈনিক আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক তারিক-উল ইসলাম বলেন, ইউনিট ও মালিকপক্ষ কখনোই প্রতিপক্ষ নয়। বরং এটি সাংবাদিক কর্মচারি ও মালিকপক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আশাকরি এই ইউনিট পরিপূর্ণভাবে সেই দায়িত্ব পালন করবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর