thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ঢাবিতে ২ শিক্ষার্থীকে ফের পেটাল ছাত্রলীগ

২০১৮ মার্চ ২৪ ০৯:২০:৫৭
ঢাবিতে ২ শিক্ষার্থীকে ফের পেটাল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ফের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

শুক্রবার (২৩ মার্চ) হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের কক্ষে তাদের মারধর করা হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ রকি ও একই বর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- শামছের তাব্রীজ প্রান্ত (পরিবেশ বিষয়ক সম্পাদক), মাজহারুল ইসলাম তামীম (দফতর সম্পাদক), আরিফুল ইসলাম (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), শেখ আরিফিন ইমরোজ (গণযোগাযোগ বিষয়ক সম্পাদক)। এরা সবাই হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী বলে জানা গেছে।

মারধরের বিষয়টি অস্বীকার করে ফকির রাসেল আহমেদ বলেন, এমন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে কেউ যদি কোনো শিক্ষার্থীকে মারধর করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ভুক্তভোগী দুই শিক্ষার্থী নোয়াখালী ও চট্টগ্রামের বন্ধুদের সঙ্গে চলাফেরা করতেন। এটাকে ফকির রাসেলের অনুসারী কয়েকজন আঞ্চলিক কোরাম করছে বলে অভিযোগ করে। পরে তাদের হল সভাপতি ফকির আহমেদ রাসেলের রুমে নিয়ে স্ট্যাম্প ও রড দিয়ে মারধর করে অভিযুক্তরা।

জানতে চাইলে রকি বলেন, আমাকে হল শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শামছের তাব্রীজ প্রান্ত ফোন দিয়ে রাসেলের (হল সভাপতি) রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার বন্ধু ফয়সাল উদ্দিনকে মারধর করছে তারা। আমি রুমে ঢুকলে আমাকে বসতে বলে। আমি বসলে আমার ঘড়ির দিকে তাকিয়ে বলে ঘড়িটাতো দামি, খোল এটা। প্রথমে প্রান্ত এসে আমাকে কিল-ঘুষি ও স্ট্যাম্প দিয়ে আমাকে পেটায়। পরে দফতর সম্পাদক মাজহারুল ইসলাম তামীম, শামছের তাব্রীজ প্রান্ত, মাজহারুল ইসলাম তামীম, আরিফুল ইসলাম ও শেখ আরিফিন ইমরোজ মারধর করতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আমি এ বিষয়ে জানি না। ঘটনা জেনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

তবে এ ব্যাপারে হল প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর