thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ইউএস-বাংলার মালয়েশিয়াগামী ফ্লাইটের জরুরি অবতরণ

২০১৮ মার্চ ২৪ ১২:২২:৩৪
ইউএস-বাংলার মালয়েশিয়াগামী ফ্লাইটের জরুরি অবতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটা বিমান জরুরি অবতরণ করেছে। ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর ফিরে আসে বোয়িং ৭৩৭ বিমানটি।

এর আগে শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি। ফ্লাইটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। কোনও ত্রুটিও পাওয়া যায়নি।’

এ প্রসঙ্গে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, ‘এটি জরুরি অবতরণ নয়। ফুয়েল ফিল্টার বাইপাস ওয়ার্নিং লাইট দেখানোর কারণে বিমানটি ল্যান্ড করেছে।’

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর