thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডের ইউনিট বিওতে

২০১৮ মার্চ ২৯ ১৩:০৫:৪৭
শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডের ইউনিট বিওতে

দ্য রিপোর্ট ডেস্ক : শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির ইউনিট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হয়।

জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ২ কোটি টাকা। বাকি ১৮ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে।

ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও ব্যবস্থাপক শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এর আগে, গত ১৬ জানুয়ারি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর