thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড

২০১৮ এপ্রিল ০২ ২০:১৫:৪৬
অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: চেক প্রতারণার মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমান আলী শেখ সোমবার এই রায় দেন।

মো. মোশাররফ হোসেন সুমন নামে এক ব্যক্তি ২০১৪ সালের ২০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আহমদ শরীফের বিরুদ্ধে এই মামলা করেন। পাওনা বাবদ আহমদ শরীফের দেওয়া ১ লাখ ৬৭ হাজার টাকার চেক ইস্টার্ন ব্যাংক থেকে দুই দফায় প্রত্যাখ্যাত হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আহমদ শরীফকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না আহমদ শরীফ।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. মিজবাহ উদ্দিন মনির।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর