thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

চট্টগ্রামে মেমোরি কার্ডের দ্বন্দ্বে নারীকে হত্যা

২০১৮ এপ্রিল ০৮ ১০:৫৪:৪৭
চট্টগ্রামে মেমোরি কার্ডের দ্বন্দ্বে নারীকে হত্যা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর মাদারবাড়ি এলাকায় মোবাইলের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে বেবি আক্তার (২৫) নামে এক নারী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত দু’জন।

শনিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বালি (৫৫) ও সুমন (১৫)। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

সিএমপি সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতদের পরিবারের একটি মোবাইল ফোন নেয় পার্শ্ববর্তী আরেক পরিবার। পরে মেমোরি কার্ড খুলে রেখে মোবাইলটি ফেরত দেয় তারা।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, গুরুতর জখম তিনজনই পশ্চিম মাদারবাড়ির প্রগতি বেকারির সামনে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে বেবি আক্তারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর