thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ : এডিবি

২০১৮ এপ্রিল ১১ ১৪:৪৭:৩৫
জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ : এডিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি ২০০১৭-১৮ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।
এমন পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

বুধবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এডিবি ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন সংস্থার অর্থনীতিবিদ সুন চ্যান হং।

তিনি বলেন, এসব অর্জনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দেশের রপ্তানি খাতকে আরও বেগবান করতে কেবল পোশাক শিল্পের ওপর নির্ভর না করে অন্যান্য পণ্যের দিকেও নজর দেয়ার পাশাপাশি নতুন নতুন বাজার সন্ধানে পরামর্শ দেন তিনি।

এর আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার নিয়ে ভিন্ন পূর্বাভাস জানায় সরকার ও বিশ্বব্যাংক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ হবে।

আর বিশ্বব্যাংক বলছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য বিমোচন কিংবা অর্থনৈতিক বৈষ্যমের প্রশ্নে এখনও পিছিয়ে বাংলাদেশ। চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর