thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

২০ মামলায় হাবিবের অন্তর্বর্তীকালীন জামিন

২০১৪ মার্চ ০২ ১৯:০৮:২৭
২০ মামলায় হাবিবের অন্তর্বর্তীকালীন জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ২০টি মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

হাবিবের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রমনা, যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন থানায় বিভিন্ন সময় এ সব মামলা দায়ের করা হয়।

এ সকল মামলায় জামিন পাওয়ার পরও হাবিবের বিরুদ্ধে বর্তমানে দশটি মামলা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

আদালতে হাবিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

গত ১৭ নভেম্বর রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসএ/এসকে/সা/মার্চ ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর