thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

জুট স্পিনার্স শ্রমিকদের খুলনা-যশোর সড়ক অবরোধ

২০১৮ এপ্রিল ১২ ১১:২৯:১২
জুট স্পিনার্স শ্রমিকদের খুলনা-যশোর সড়ক অবরোধ

খুলনা ব্যুরো : খুলনা শিরোমনী শিল্পাঞ্চলের বন্ধ হওয়া ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স মিল চালু এবং শ্রমিকদের বকেয়া মুজুরি প্রদানের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।

সড়ক অবরোধ স্থানে মিলের সিবিএ, নন-সিবিএ দাবি আদায় ঐক্য পরিষদ আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভা চলছে। এখানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা স. ম. রেজাউন, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মো: মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় শিরোমনী বিসিক এলাকায় থেকে মিছিল নিয়ে শ্রমিকরা সড়কের উপর অবস্থান নিয়ে দাবির পক্ষে শ্লোগান দিতে দেখা গেছে। ফলে খুলনা-যশোর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আবুল কালাম আজাদ জানান, চলমান আন্দোলনের অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে। তারপরও যদি কতৃপক্ষ তাদের দাবি না মানে তাহলে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর