thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককের ‘সুইফট স্যাংশন স্ক্রিনিং’ চালু

২০১৮ এপ্রিল ১৩ ১১:২০:০৩
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককের ‘সুইফট স্যাংশন স্ক্রিনিং’ চালু

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক মানি লন্ডারিং, সন্ত্রাসবিরোধী অর্থায়ন ও আর্থিক অপরাধসমুহ প্রতিরোধের উদ্দেশ্যে “SWIFT Sanction Screening Solution” ব্যবস্থা চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার (১১ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে এ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

ব্যাংকটির হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন করেসপন্ডেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং এস. এম. জাফর সহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, আধুনিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আধুনিক শরীয়াহ্ভিত্তিক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থানকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে। একটি শরীয়াহ্ভিত্তিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টায়, এআইবিএল আন্তর্জাতিক মানদন্ডের সাথে ঝুঁকি মোকাবেলার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন নতুন এই ইন্টিগ্রেশন আন্তর্জাতিক লেনদেন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যাংককে আরো সুরক্ষিত ও কমপ্লায়েন্ট রাখতে সহায়তা করবে। এটি মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধের জন্য আমাদের প্রতিশ্রুতি।

ব্যবস্থাপনা পরিচালক বিপন্ন মানবতার স্বার্থরক্ষা এবং ব্যাংকের ইমেজকে রক্ষা করার জন্য আগামী দিনে এ ধরনের কার্যক্রম জোরদার করার বিষয়ে নিশ্চিত করেন।

এর ফলে ব্যাংকের মূল্যবান গ্রাহকদের লেনদেন আরো নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্মত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর