thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

২০১৮ এপ্রিল ১৬ ০৯:২৭:৪৭
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় আহত ১০জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত ও ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চালক ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর