thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮, ৩ কার্তিক ১৪২৫,  ৭ সফর ১৪৪০

শবে বরাত ১মে, ছুটি ২ মে

২০১৮ এপ্রিল ১৭ ২১:০৭:৪০
শবে বরাত ১মে, ছুটি ২ মে

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার সন্ধ্যায়বাংলাদেশেরআকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই এবার শবে বরাত পালিত হবে আগামী ১ মে রাতে, সরকারি ছুটি থাকবে ২ মে।মঙ্গলবার চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর এই সিদ্ধান্ত দিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে।’

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকেন।

পাশাপাশি শবে বরাত ঘিরে নিজেদের ভালো খাওয়া এবং অন্যদের খাওয়ানোর চলও রয়েছে বাংলাদেশে।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন (মঙ্গল ও বুধবার) ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।
দ্য রিপোর্ট/টি আই এম/১৭ এপ্রিল, ২০১৮

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে