thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কমনওয়েলথের তিন সেশনে প্রধানমন্ত্রী যোগ দেবেন আজ

২০১৮ এপ্রিল ২০ ০৯:১৬:৩২
কমনওয়েলথের তিন সেশনে প্রধানমন্ত্রী যোগ দেবেন আজ

দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডন সফরে কমনওয়েলথ সম্মেলনের ৩টি রিট্রিট সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের উইন্ডসর ক্যাসেলে হবে প্রথম সেশন।

একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টায় রিট্রিট সেশন টু ও থ্রী শিরোনামের আরও দুইটি আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

রাতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ছয় দিনের যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রীর ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের প্রথম এক্সিকিউটিভ সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের সংস্কারের দাবি জানিয়ে এজন্য খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে একটা গ্রুপ তৈরিরও সুপারিশ করেছেন।

সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের বিভিন্ন সংস্থার ভূমিকা ও কার্যক্রম পুর্ননির্ধারণ ও পুনর্গঠন করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে নির্ধারিত অর্জনে কমনওয়েলথ সচিবালয়ের আমূল পরিবর্তন এবং পূনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কমনওয়েলথের বিভিন্ন উদ্যোগ বাংলাদেশ নিবিড়ভাবে অনুসরণ করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিবের ঘোষিত ২০২০-২০২১ কৌশলগত পরিকল্পনার প্রশংসা করেন। একই সঙ্গে ২০৩০ উন্নয়ন এজেন্ডারও প্রশংসা করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর