thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

খালেদাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির

২০১৮ এপ্রিল ২২ ১৩:৩৫:৪৭
খালেদাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রবিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চেয়ারপারসনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যে, ওনার (খালেদা জিয়া) সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এই চিকিৎসা যেহেতু কিছু পরীক্ষা-নিরীক্ষা নির্ভর, অতএব উপযুক্ত স্থানে এই পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হোক। আমরা বলেছি যে, ইউনাইটেড হাসপাতালে আগেও ওনার পরীক্ষা হয়েছে। সেখানে যারা পরীক্ষা-নিরীক্ষা করেন সেই ডাক্তারদের প্রতি তার আস্থা আছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘চাইলেই তারা সেখানে চিকিৎসা করাতে পারেন। এতে অন্য কারো অনুমতির দরকার হয় না। এজন্য কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই যথেষ্ট।’

রবিবারের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে একটা সিদ্ধান্ত হবে বলে আশাপ্রকাশ করে নজরুল ইসলাম বলেন, ‘তার মহিলা আত্মীয়স্বজন যারা অন্তত তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া উচিত। এখন তারা সেটা করবেন আশা করছি। কারণ মানুষ অসুস্থ হলে আত্মীয়স্বজনকে দেখলে খুশি হয়, রোগের উপশম হয়। কাজেই আমরা সেই অনুরোধটা করছি।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা বলেছেন কিনা জানতে চাইলে কিছুটা উষ্মা প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, ‘বিদেশে নিয়ে যাওয়ার প্রশ্ন কেন আসে আমি বুঝি না। কারণ তার চিকিৎসা আমরা এইখানকার হাসপাতলেই করার কথা বলছি। এখানেই যদি চিকিৎসা হয়ে যায় তাহলে অন্য আর প্রশ্ন আসবে কেন। এই প্রসঙ্গটা উদ্দেশ্যমূলকভাবে তুলছেন বলে আমি মনে করি।’

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর