thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সিকিউরিটি অপারেশন সেন্টার করবে আমরা টেকনোলজিস

২০১৮ এপ্রিল ২৩ ১২:২০:৪৫
সিকিউরিটি অপারেশন সেন্টার করবে আমরা টেকনোলজিস

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড শেখ হাসিনা টেকনোলজিস পার্কে (যশোর হাইটেক পার্ক) সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন করবে। প্রাইস ওয়াটারহাউজ কুপার্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই পার্ক স্থাপন করা হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, এই সেন্টারের মাধ্যমে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম (ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, ডাটাবেইজ, ডাটা সেন্টার অ্যান্ড সার্ভার ইত্যাদি) মনিটিরিং, মূল্যায়ন ও পর্যালোচনা করার সেবা দেওয়া হবে। টেলিকম কোম্পানি, বহুজাতিক কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানের এ ধরনের সেবার প্রয়োজন হবে।

আলোচিত সিকিউরিটি সেন্টারটির কাজ আগামী ৪ মাসের মধ্যে শেষ হবে এবং কার্যক্রম শুরু করবে। এতে ৫ কোটি টাকা বিনিয়োগ হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল, ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর