thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পুঁজিবাজারের ৬ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

২০১৮ এপ্রিল ২৪ ১৩:৪৮:৫৭
পুঁজিবাজারের ৬ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিগুলো হচ্ছে- স্টাইল ক্র্যাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফেলার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে গতকাল সোমবার বিএসইসি এ কমিটি করেছে।

জানা গেছে, কমিশনের তিন কর্মকর্তা উপপরিচালক ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুস সেলিম ও ওয়ারিসুল হাসান রিফাতকে নিয়ে এ কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজ

ওটিসি বাজার থেকে মূল বাজারে ফিরে আসা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়েও কারসাজি হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর তালিকাভুক্তির প্রথম দিনে শেয়ারটি সর্বোচ্চ ১৫৭ টাকায় কেনাবেচা হয়েছিল। অবশ্য এর পর গত মার্চ পর্যন্ত কোম্পানিটি ক্রমাগত দর হারায়। এর মধ্যে গত ২৮ মার্চ শেয়ারটি সর্বনিম্ন ৮১ টাকায় কেনাবেচা হয়েছে। এর পর তিন সপ্তাহ ধরে শেয়ারটির দর বাড়ছে। এ সময়ে আলিফ ইন্ডাস্ট্রিজের দর ৩৮ শতাংশ বেড়ে ১১১ টাকা ছাড়িয়েছে।

পপুলার লাইফ

গতকাল শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা দরে কেনাবেচা হয়েছে। অবশ্য গত ১৬ এপ্রিল শেয়ারটি সর্বোচ্চ ১৪০ টাকায় কেনাবেচা হয়েছিল। এর মধ্যে গত ২০ মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে শেয়ারটির দর ৭৯ টাকা থেকে ১৪০ টাকায় ওঠে।

রেনউইক যজ্ঞেশ্বর

গত তিন সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৪০ শতাংশ বেড়ে ৭৮৯ টাকা ছাড়িয়েছে। চলতি এপ্রিলের শুরুতেও শেয়ারটি কেনাবেচা হয় ৫৬৫ টাকা দরে।

মুন্নু সিরামিক

গত বছরের আগস্ট থেকে অস্বাভাবিক হারে বাড়ছে মুন্নু সিরামিকের শেয়ার দর। গত বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহেও শেয়ারটি ৪০ টাকা দরে কেনাবেচা হয়। মাত্র তিন সপ্তাহে শেয়ারটির দর তিনগুণ বেড়ে গত ৬ অক্টোবর ১২০ টাকায় ওঠে। গত ৮ এপ্রিল শেয়ারটি সর্বোচ্চ ১৬২ টাকায় কেনাবেচা হয়। গত কয়েকদিন ধরে শেয়ার দর কমেছে।

মুন্নু জুট স্টাফলার্স

গত বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে মুন্নু স্টাফলার্সের শেয়ারদর ক্রমাগত বাড়ছে। ওই সময়ে শেয়ারটি ৫০০ টাকা দরে কেনাবেচা হতো। গতকাল শেয়ারটি রেকর্ড এক হাজার ৬৮৫ টাকা ৬০ পয়সা দরে কেনাবেচা হয়েছে।

স্টাইল ক্র্যাফট

স্টাইল ক্র্যাফটের শেয়ারদর গত এক মাসে এক হাজার ৩৫০ টাকা থেকে বেড়ে এক হাজার ৯১৫ টাকায় উন্নীত হয়েছে। সর্বশেষ এক হাজার ৮৯০ টাকায় কেনাবেচা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর