thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

৫ ব্যাংকের কার্ড জালিয়াতির মূলহোতা গ্রেফতার

২০১৮ এপ্রিল ২৫ ১২:৩২:৪৩
৫ ব্যাংকের কার্ড জালিয়াতির মূলহোতা গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাঁচ ব্যাংকের কার্ড জালিয়াতির মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (২৫ এপ্রিল) সকালে সিআইডি থেকে পাঠানো মোবাইল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোবাইল বার্তায় জানানো হয়, সম্প্রতি পাঁচটি ব্যাংকে কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির মূলহোতাকে গ্রেফতার করা হয়।

বার্তায় জানানো হয়, এসময় গ্রেফতারের কাছ থেকে ১৫০০ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মোবাইল বার্তায় গ্রেফতার ব্যক্তির নাম ঠিকানা এবং তাকে কখন কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার সিআইডির বিফ্রিং করার কথা রয়েছে।

সিআইডির নতুন বিল্ডিংয়ে প্রেস ব্রিফিং হবে বলে জানা গেছে।

জানা গেছে, রাজধানীর বনানী এলাকার একটি সুপারশপে কেনাকাটা করেছেন এমন ৪৯ গ্রাহকের তথ্য নিয়ে নতুন কার্ড তৈরি করে ২০ লাখ টাকা তুলে নেয় একটি চক্র। এ ঘটনায় ভুক্তভোগীরা বেসরকারি খাতের ব্র্যাক, দি সিটি, ইস্টার্ন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ব্যাংক এশিয়ার গ্রাহক।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিশেষ ক্যামেরার মাধ্যমে এটিএম থেকে তথ্য সংগ্রহ করে কার্ড জালিয়াতি হয়। সে সময় ইস্টার্ন, দি সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রায় ১ হাজার ২শ’ কার্ড বাতিল করে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর