thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

প্রেমে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

২০১৮ এপ্রিল ২৫ ১৩:২৯:২১
প্রেমে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে কবরস্থানে এ ঘটনা ঘটে। জখম ওই শিক্ষার্থীর নাম লিমা খাতুন (১৪)। সে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গালর্স একাডেমির ৮ম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে লিমা সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়।

এ সময় সে কবরস্থানের কাছে পৌঁছালে পেছন থেকে বখাটে রানা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

জখম ওই শিক্ষার্থী জানায়, চুয়াডাঙ্গা শহরের সর্দার পাড়ার লিয়াকতের ছেলে রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হওয়াতে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিতেন রানা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ছুরিকাঘাতের স্থানটি কিডনির ঠিক একটু নিচে হওয়াতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শিক্ষার্থীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে কোনো কিছু বলা ঠিক হবে না।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, বখাটে রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর