thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

শিশুমৃত্যু শূন্যে নামানোর অঙ্গীকার থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

২০১৮ এপ্রিল ২৫ ১৯:২৯:১৪
শিশুমৃত্যু শূন্যে নামানোর অঙ্গীকার থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহারে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার কথা থাকবে।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচনে আওয়ামী লীগের প্রতিশ্রুতি থাকবে— শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসা।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘ঢাকা মেডিকেল জীবিত শিশুকে মৃত ঘোষণা করার ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিচ্ছি। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আরেকটি তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করেন। এই কমিটিতে স্বাধীনভাবে মত প্রকাশে ইচ্ছুক বাইরের চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করার কথা ব্যক্ত করেন তিনি। এই কমিটি সাত থেকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে বলে জানান মহাপরিচালক। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী রিপোর্ট তিন দিনের মধ্যে দেওয়ার নির্দেশ প্রদান করে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর