thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব

২০১৮ এপ্রিল ২৬ ০৯:১৩:১৩
ইসলামী ব্যাংকের ১০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে।

ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ প্রদান করা হবে।

বুধবার (২৫ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব ক‌রেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৭-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

চল‌তি বছ‌রের ২৫ জুন ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর