thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘হানিফের বক্তব্য স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি’

২০১৮ এপ্রিল ২৬ ১৩:৫৬:০২
‘হানিফের বক্তব্য স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবেন’- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতার এ ধরনের বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি। এ বক্তব্যে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিত বাহন করে। তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, তার বক্তব্য সেটিরই বহিঃপ্রকাশ।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘শেখ হাসিনা যত দিন সুস্থ আছেন, তত দিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশজুড়ে বেকারত্ব, রাজনৈতিক মতপ্রকাশে স্বাধীনতাহরণ, লুটপাট ও দমননীতির বেপরোয়া উত্থানকে আরো দীর্ঘায়িত করতে চায় সরকার। মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যে সেটি আরো স্পষ্ট হয়েছে জনগণের কাছে। কারণ তাঁরা অতীতের মতো আবারও একদলীয় শাসনকে চিরস্থায়ী করতে চায়।’

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফর করে। বিএনপি নেতা রিজভী হানিফের বক্তব্যকে এর সঙ্গে সংশ্লিষ্ট করে আরো বলেন, ‘হানিফের বক্তব্যে প্রমাণ হলো, আওয়ামী লীগ নেতারা সদলবলে ভারতে গিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেন-দরবার করতে।’

খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর করা সরকারের এক ভয়ংকর ‘মাস্টারপ্ল্যানের অংশ’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মানুষের উদ্বিগ্ন মনকে অন্যদিকে নিতেই সরকার তারেক রহমানের পাসপোর্টের মতো বিষয়টি সামনে নিয়ে এসেছে বলেও মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কর্নেল (অব.) আবদুল লতিফ, প্রশিক্ষণবিষয়ক সস্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর