thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

১ হাজার ৫৭৪ স্কুলে শতভাগ পাস

২০১৮ মে ০৬ ১৩:০৬:৪৪
১ হাজার ৫৭৪ স্কুলে শতভাগ পাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ২৮ হাজার ৫৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৭৪ টি প্রতিষ্ঠান শতভাগ করেছে।

রবিবার (৬ মে) সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি এ তথ্য প্রকাশ করেন।

এবার ১০ বোর্ডে পাশ করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ জন। ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। ফেল করেছে ৪ লাখ ৫৫ ৩৯৫ জন।

১০ শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৭৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

৮টি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৪০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮ শ ৪৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৯১. ৯৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪১৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭০.৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন তিন হাজার ৩৭১ জন।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর