thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ৯ মাঘ ১৪২৫,  ১৬ জমাদিউল আউয়াল ১৪৪০

বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

২০১৮ মে ০৯ ১৯:৫২:২৫
বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি বছরের শেষের দিকে বাংলাদেশের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটি বাতিল করেছে। সিরিজ আয়োজনের জন্য তাদের আর্থিক সংকটের কথা উল্লেখ করে সিরিজটি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। সূচি প্রকাশের শুরু থেকেই অসিরা অনাগ্রহই দেখিয়ে আসছিল। বুধবার দেশটির বোর্ড আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়, সিরিজ আয়োজন করতে সমর্থ নয় তারা।

শেষবার অসি বোর্ড জানিয়েছিল বাংলাদেশ সিরিজ থেকে স্পন্সরের অভাব ও আর্থিকভাবে তেমন লাভ দেখছে না তারা। আর্থিকভাবে তেমন লাভ না করার ব্যাপারটিও ব্যাখ্যা করেছে সিএ। ক্রিকেট থেকে ফুটবলের প্রতিই সে দেশের মানুষ বেশি আকৃষ্ট হওয়ায় বাংলাদেশের সঙ্গে সিরিজে টিকিট বা অন্য কোনো খাত থেকে লাভের আশা করছেন না অস্ট্রেলিয়ার বোর্ড।

সফর আয়োজনের জন্য এত অপেক্ষা করেও বিসিবিকে শুনতে হল নেতিবাচক সিদ্ধান্ত। অবশ্য এরপরেও হাল ছাড়ছেন না বাংলাদেশি ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা আরও কিছু বিকল্প প্রস্তাব দিয়েছি তাদের। এখন তাদের ফিরতি সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছি।’

সর্বশেষ অস্ট্রেলিয়ায় পূর্ণঙ্গ সফরে বাংলাদেশ গিয়েছিল ২০০৩ সালে। মাঝে ২০০৮ সালে অবশ্য আবারও গিয়েছিল মাশরাফি বিন মর্তুজারা, তবে সেবার শুধুই তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর