thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

গণতন্ত্র আরো সংকটে পড়বে:মঞ্জু

২০১৮ মে ১৬ ০৮:২৯:৫৫

খুলনা ব্যুরো, দ্য রিপোর্ট:নির্বাচনে কারচুপির কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘জালিয়াতি, কারচুপি, ভোট ডাকাতির ফলাফল খুলনাবাসী মেনে নেবে না। নির্বাচন নিয়ে খেলা করার দরকার ছিল না। এ নির্বাচন না হলে তো সমস্যা ছিল না।’

মঙ্গলবার (১৬ মে) রাতে এশার নামাজ শেষে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এ ধরনের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতেপারে না। তারা চর দখলের মতো ভোট কেন্দ্রও দখল করে নেয়।’

মঞ্জু বলেন, ‘পুলিশের সামনে নৌকার লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরেছে। ধরাও পড়েছে। অথচ তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন কমিশনের লোকজনও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না।’

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর