thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সিরাজগঞ্জ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

২০১৮ মে ১৭ ১২:২০:২৩
সিরাজগঞ্জ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ ও শেরপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে তিনজন ও শেরপুরে দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৯টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০)।

আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঢাকা থেকে মামুন এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাওয়ার পথে খালকুলায় একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে বলেও জানান তিনি।

এদিকে শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে খোকা মিয়া ও বাবর আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শহরের কান্দাপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকা মিয়া (২২) কান্দাপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং বাবর আলী (৩৫) সদর উপজেলার তাতালপুর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে। আহত ৪ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মুরগি ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হন। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খোকা মিয়া মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর