thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বাংলাদেশকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

২০১৮ মে ১৭ ১৪:১৪:১১
বাংলাদেশকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল রাষ্ট্র অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের ওপর আক্রমণ করছে। বিগত কয়েক বছরে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে। শিশুদেরও তারা রেহাই দিচ্ছে না। এ অবস্থায় মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। বাংলাদেশকেও তাদের সব সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাশেদ বলেন, ‘জাতিসংঘ একটি খেলাঘরে পরিণত হয়েছে। তারা ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরায়েলদের কিছুই বলছে না। আন্তর্জাতিক একটি সংস্থা হয়ে তাদের কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ। তারা ক্ষমতাধর দেশগুলোর দালালি করছে। বাংলাদেশকে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আল-মামুন বলেন, ‘মুসলমানরা আজ পৃথিবীতে একমাত্র নিষ্পেষিত জাতি। কিন্তু মুসলিম বিশ্বের নেতারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না। আমরা সমগ্র বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানাই।’

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ফিলিস্তিনের এই সংকট সাম্প্রতিক নয়। দীর্ঘদিন ধরে তাদের এই সংকট চলছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয় গ্রুপ মূকাভিনয়ের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানায়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর