thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

২০১৮ মে ১৭ ১৯:০২:৫৫
টাঙ্গাইলে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার প্রায় ১৮ বছর পর এ মামলার রায় হলো।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবিবুর রহমান খান, ছানোয়ার খান ও রফিক মিয়া।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার এক সংখ্যালঘু গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দণ্ডিত হাবিবুর রহমান খান ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ছানোয়ার খান ও রফিক মিয়া ধর্ষণে সহায়তা করেন। ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর