thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মিয়ানমার ১,১০১ জন রোহিঙ্গাকে ফেরত নিতে চায়

২০১৮ মে ১৮ ১৭:৫৪:০৮
মিয়ানমার ১,১০১ জন রোহিঙ্গাকে ফেরত নিতে চায়

দ্য রিপোর্ট ডেস্ক: পরিচয় যাচাই-বাছাই করে ৮,০৩২ জন রোহিঙ্গার যে নতুন তালিকা মিয়ানমারের কাছে দিয়েছিল বাংলাদেশ সেখান থেকে ১,১০১ জনকে ফেরত নিতে চায় দেশটি।

এর আগে পরিচয় যাচাই করা ৭৭৮ জন মুসলমান এবং ৪৪৪ জন হিন্দু রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার।

এদিকে, বাংলাদেশ মিয়ানমারের কাছে থেকে ‘যাচাইকৃত যথাযথ তথ্য’ চেয়েছে।

একজন কর্মকর্তার মতে, বাংলাদেশ চায়- রাখাইন রাজ্যে প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা, ধ্বংস করে দেওয়া রোহিঙ্গাদের গ্রাম পুনর্নির্মাণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও চলাফেরার ওপর তাদের স্বাধীনতার পরিবেশ দেশটি তৈরি করুক।

মিয়ানমারের গণমাধ্যম জানায়, গতকাল (১৭ মে) ঢাকায় দেশ দুটির যৌথ কার্যকরী দলের বৈঠক শেষে মিয়ানমার দাবি করেছে যে তারা বাংলাদেশ থেকে ‘প্রকৃত রোহিঙ্গাদের’ ফেরত নিতে প্রস্তুত। উল্লেখ্য, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।

যৌথ কার্যকরী দলের তৃতীয় বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিতোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

(দ্য রিপোর্ট/একেএম/মে ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর