thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে: সাঈদ খোকন

২০১৮ মে ১৮ ২১:১০:২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে: সাঈদ খোকন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রমজানে দ্রব্যমূল্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোন ধরণের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারের বাজারে ভেজাল বিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’

মেয়র সাঈদ খোকন বলেন, ‘পাঁচটি অঞ্চলে আমাদের পাঁচটি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে। কোন খাদ্য সামগ্রীতে যদি কোন ধরনের ভেজাল পাওয়া যায় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

মেয়র দাবি করেন, গত বছরের তুলনায় খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রমজানের পণ্যের দাম গত বছরের তুলনায় কম বেড়েছে। তিনি চকবাজার এলাকার পরিবেশ আরো উন্নত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভেজাল বিরোধী অভিযানে মেয়র সাঈদ খোকন পুরো চকবাজার এলাকার ইফতারের দোকান ঘুরে খাদ্যমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর