thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

রাজধানীতে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

২০১৮ মে ২০ ০৯:৪২:৩৭
রাজধানীতে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরবাজার পুলপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম দুলাল হোসেন (৩৫)।

শনিবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন রাজীব হোসেন নামের আরেকজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নির্মাণ শ্রমিকের সহকর্মী মোহাম্মদ হাবিব জানান, পুলপাড় এলাকায় পাবনা হাউস গলিতে নির্মাণাধীন ভবনের ছাদে নিচ থেকে দড়ি বেঁধে রড তুলছিলেন তারা। এ সময় পার্শ্ববর্তী বিদ্যুতের তারে রডটি স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুলালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর