thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

কেরানীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

২০১৮ মে ২০ ১৮:১২:৩১
কেরানীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে ১২ বছর আগে ঢেউটিন ব্যবসায়ী বাচ্চু মিয়া হত্যা মামলায় ‘ডাকাত’ শহীদ গ্রুপের তিন সদস্যের ফাঁসির রায় দিয়েছে ঢাকার একটি আদালত।

এছাড়া সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মোসা. কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মারুফ হোসেন (২৪), টিটু (২১) ও লিটন (২০)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আমজাদ হোসেন লিটন (২১), সাব্বির (২২), আব্দুল গণী ( ২২), ওয়াসিম কসাই (২৫) , সম্রাট (৩০), নান্টু (২০) ও নবাব ( ৩১)।

রায় ঘোষণার সময় আসামি টিটু, লিটন, সম্রাট ও নবাবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পালাতক।

বাচ্চু মিয়া হত্যা মামলায় মোট আসামি ছিল ১১ জন। এর মধ্যে ‘ডাকাত’ শহীদ ২০১২ সালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

২০ লাখ টাকা চাঁদার দাবিতে ২০০৬ সালের ১৮ জুন সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বাচ্চু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ছোট ভাই মতিউর রহমান কেরানীগঞ্জ থানায় এই মামলা করেছিলেন।

২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ থানার এসআই সুলতানউদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২১ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেন বিচারক।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর