thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সাভারে ছাত্রলীগ-ব্যবসায়ীদের সংঘর্ষ, ৫ মোটরসাইকেলে আগুন

২০১৮ মে ২১ ০৮:২২:২৬
সাভারে ছাত্রলীগ-ব্যবসায়ীদের সংঘর্ষ, ৫ মোটরসাইকেলে আগুন

সাভার প্রতিনিধি : সাভারে চাঁদা আদায় ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা এবং তার অনুসারীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন।

রবিবার (২০ মে) রাতে সাভারের কাতলাপুর মসজিদের হাজী আব্দুল হামিদ সুপার মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের কাতলাপুর এলাকায় ইজারা নেয়া মসজিদ মার্কেটের মেয়াদ শেষ হলেও জোর করে চাঁদা দাবি করে আসছিলো স্থানীয় ছাত্রলীগ নেতা আতিক ও তার লোকজন। বিকেলে এ নিয়ে ওই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার জের ধরে রাতে ছাত্রলীগ নেতা আতিকের নেতৃত্বে কবির, টিপুসহ ১৫/২০জন মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিযে হামলা চালায়। এসময় ব্যবসায়ীরাসহ এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে বলেও জানা যায়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসিনুল কাদির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর