thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যসহ ৫০ তালেবান নিহত

২০১৮ মে ২১ ০৮:৫৮:৩২
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যসহ ৫০ তালেবান নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : কেন্দ্রীয় আফগানিস্তানের গজনি প্রদেশে রবিবার (২০ মে) একাধিক নিরাপত্তা চেকপোস্টে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৫০ জন তালেবান সদস্যও নিহত হয় বলে আফগান কর্তৃপক্ষ দাবি করে। খবর- আনাদলুর।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরিফ নুরি নিশ্চিত করেন যে, তালেবান হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সেইসাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫০ জন তালেবান সদস্যও নিহত হয়।

প্রাদেশিক কাউন্সিলের চেয়ারম্যান লতিফা আকবরি আনাদলুকে জানান, তালেবান সদস্যরা রবিবার আজরিস্তান জেলায় দুইটি নিরাপত্তা চেকপোস্টে হামলা করে এবং নিরাপত্তা বাহিনীর একশ'রও বেশি ঘর জ্বালিয়ে দেয়।

স্থানীয় তোলো নিউজে জানা যায়, এ সময় তালেবানদের সাথে বড় ধরণের সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, এ ঘটনায় ৩৪ জন আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রদেশটির নিরাপত্তায় বিশেষ বাহিনী পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্থল ও আকাশপথে হামলায় ১১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার বিদ্রোহী গোষ্ঠী তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাবে না বলে জানালেও দুইদিন পরেই ফের এ হামলা চালায় তারা। তাদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর