thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০১৮ মে ২১ ২০:৪৪:২৫
সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মুগদা থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, সোমবার আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এ পরোয়ানা জারি করেন।

তাপস কুমার পাল জানান, পরোয়ানা দেওয়া আসামিদের মধ্যে আছেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের মার্চে বিএনপির হরতাল অবরোধ চলাকালীন সময়ে রাজধানীর মুগদা থানাধীন এলাকায় নাশকতার চেষ্টা করা হয়। ওই সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মুগদা থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে অভিযোগপত্র বিচারের জন্য আসলে সোমবার আদালত আসামিরা পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর