thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জেদ্দায় বিমান দুর্ঘটনা কবলিত ১৪১ হজযাত্রী ঢাকায়

২০১৮ মে ২৩ ১১:৩৯:২৩
জেদ্দায় বিমান দুর্ঘটনা কবলিত ১৪১ হজযাত্রী ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিরাপদে ঢাকায় পৌঁছালেন জেদ্দা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশি ১৪১ যাত্রী।

বুধবার (২৩ মে) ভোর ৪টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

নিরাপদে ফিরতে পারলেও আতংক কাটেনি যাত্রীদের।

মদিনা থেকে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ১৪১জন যাত্রী। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে ফিরে আসায় স্বস্তি ফিরেছে তাদের চোখেমুখে। বিমানবন্দরে পৌঁছেই স্বজনদের দেখা পেয়ে কান্নায় ভেঙে পরেন তার।

মঙ্গলবার মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের বিমান যান্ত্রিক ক্রটির কারণে চাকায় আগুন ধরে যায়। পরবর্তীতে জেদ্দা বিমানবন্দরে ৩ বারের চেষ্টায় জরুরি অবতরণ করে। আর সে অবতরণের মুহূর্ত ছিল ভয়াবহ, দুর্বিসহ।

যাত্রীরা বলেন, তারা বলেন, ৪ থেকে ৫ ঘণ্টা আমরা কিছুই বুঝিনি। বিমান নামার জন্যে বার বার চেষ্টা করেছে। সামনের চাকা পুরোটাই নষ্ট হয়ে গেছে। কোনমতে বেঁচে গেছি।

তবে দুর্ঘটনায় পরার কারণ হিসেবে ত্রুটিযুক্ত পুরনো বিমানকেই দায়ী করেছেন যাত্রী। এদিকে, দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন যাত্রীরা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর