thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

২০১৮ মে ২৪ ১২:৩১:২৯
জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশালে শুক্রবার রাতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চার শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (২৫)।

বুধবার (২৩ মে) রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিঞা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। বংশালে জুতা কারখানার অগ্নিকান্ডে তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় রফিকুলসহ চার জন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। বাকিরা হলেন, নাঈম (২০), ফারুক (২৮) ও মাহবুব (১৬)।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে রাজধানীর বংশালে আগামাসি লেন মসজিদের পাশে জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টার বেশি সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে ৩টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রচন্ড ধোঁয়া ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর