thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ময়মনসিংহের তিন জঙ্গি ছিনতাই

জেএমবি সদস্য রাজুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

২০১৪ মার্চ ০৩ ১৩:৫০:০৯
জেএমবি সদস্য রাজুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত রাজু নামের জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ডিবি পুলিশ।

রবিবার রাতে জামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসলামপুর পৌরসভার নটরকান্দা এলাকার মো. ইব্রাহিমের পুত্র রাজু আহমেদ রাজু ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে পুলিশ জানায়।

ডিবি পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ৪নং আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন তা মঞ্জুর করেন।

ডিবির ওসি মাজেদুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় বোমা ও গুলি ছুড়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে কজন অংশ নেয়, তাদের একজন ইসলামপুরের রাজু আহমেদ রাজু। তাকে রবিবার রাতে জামালপুর থেকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এজেড/মার্চ ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর