thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইফতারিতে মাজাদার চিকেন রোল

২০১৮ মে ২৬ ১৩:৫০:০৫
ইফতারিতে মাজাদার চিকেন রোল

দ্য রিপোর্ট ডেস্ক : সারাদিন রোজা রেখে ইফতারিতে প্রোটিন জাতীয় খাবার খাওয়া জরুরি। তাই ইফতারে একটি পুষ্টিকর খাবার হতে পারে চিকেন রোল। রোল প্রতিদিন তৈরি না করলেও হবে। এক সাথে অনেকগুলো প্রস্তুত করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন।

চলুন চিকেন রোল প্রস্তুত প্রণালি দেখে নেয়া যাক-

উপকরণ :

চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচামরিচ কুচি- ২টি, মরিচ গুড়া ১/৪ চা চামচ, জিরা গুড়া ১/৪ চা চামচ, হলুদ গুড়া ১/৪ চা চামচ, গরম মশলা গুড়া ১/৪ চা চামচ, ময়দা ১ কাপ, সয়াসস ১ টেবিল-চামচ, তেল, লবণ ও পানি পরিমাণ-মতো।

প্রস্তুত প্রণালি:
কড়াইয়ে তেল দিয়ে কাঁচামরিচ, পেয়াজ ভেজে নিন। এবার মুরগীর কিমা ভেজে নিন ভালো করে। এরপর সব মশলা, লবণ ও সয়াসস মিশিয়ে কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে ফেলুন।তেল ও পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিন।পাতলা করে রুটি বেলে হালকা সেঁকে নিন।

এবার এই পাতলা রুটির শিট কেটে ভেতরে কিমা ভরে পেঁচিয়ে রোল তৈরি করে নিন।গরম তেলে সোনালী রঙ করে ভেজে নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন। প্রয়োজনে তখনই না ভেজে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর