thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সুলতান পদক পাচ্ছেন মনসুর উল করিম

২০১৪ মার্চ ০৩ ১৫:০১:০৫
সুলতান পদক পাচ্ছেন মনসুর উল করিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিল্পী মনসুর উল করিম এ বছর সুলতান পদক পাচ্ছেন। ৪ মার্চ মঙ্গলবার নড়াইলের সুলতান মঞ্চে আনুষ্ঠানিকভাবে শিল্পীর হাতে সুলতান পদক প্রদান করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রতি বছর সুলতান মেলায় বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পীকে সুলতান পদক (স্বর্ণপদক) প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবারে সুলতান পদক ২০১৪-তে ভূষিত হচ্ছেন মনসুর উল করিম।

শিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস এন্ড ক্রাফটস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) হতে চিত্রকলা বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক।

শিল্পী মনসুর উল করিম এর আগেও একুশে পদক, ললিতকলা একাডেমি পদক (ভারত), বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬ষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনাল পদক, ১৯৭৭ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রথম পুরস্কারসহ দেশি-বিদেশি ৮টি পুরস্কার ও পদকে ভূষিত হন।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/আরকে/মার্চ ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর