thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বাগেরহাট উপ-নির্বাচনে হাবিবুন নাহার বিজয়ী

২০১৮ জুন ০৪ ১৬:৫০:০৯
বাগেরহাট উপ-নির্বাচনে হাবিবুন নাহার বিজয়ী

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

রামপাল-মংলা এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

হাবিবুন নাহার এই নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক মো. শাকিল আহসান ওরফে শাকিল খান মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা না দেওয়ায় হাবিবুন নাহারই একমাত্র প্রার্থী ছিলেন।

বিজয়ী ঘোষণা পর হাবিবুন নাহার বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছি। আমি বিগত দিনেও এই আসনের সাংসদ ছিলাম। আবার নির্বাচিত হওয়ায় এই আসনের অসামাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করা চেষ্টা করব।’

ঘোষিত তফসিল অনুসারে ২৬ জুন আসনটি উপ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর