thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ময়মনসিংহে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড

২০১৮ জুন ০৭ ০৯:২০:১৩
ময়মনসিংহে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ জীবন গণমাধ্যমকে জানান, আগুনের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ছুটে যায়। শুরুতে চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে গেলেও পরে আরও ইউনিট বাড়ানো হয়। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হক গণমাধ্যমকে জানান, ওই মার্কেটে দোকান আছে ১৩৮টি। এর মধ্যে, পোশাক, জুতা,গয়না, প্রসাধনী ছাড়াও বেশ কিছু দর্জির দোকান ছিল। লোক যারা ছিল তারা মাত্র ৪-৫টা দোকানের মাল বের করতে পারছে। বাকি সব শেষ।

ময়মনসিংহ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ আহমেদ গণমাধ্যমকে জানান, ঈদ সামনে রেখে সব দোকানেই বাড়তি পণ্য মজুদ করা ছিল। ব্যবসাও জমে উঠেছিল। রাতে বিক্রি শেষ করে তারা চলে গেছে। সকালে দোকান খোলার আগেই আগুন লেগেছে। ক্ষতি তো মনে হয় কয়েক কোটি টাকা হবে। দোকান মালিকদের পক্ষে এই ক্ষতি পোষানো সম্ভব না। সরকারিভাবে তাদের সহযোগিতা করা দরকার।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর