thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫,  ১৫ জমাদিউল আউয়াল ১৪৪০

লন্ডনে ফিটনেস চ্যালেঞ্জ নিলেন সোনম

২০১৮ জুন ০৯ ০২:১১:৩৩
লন্ডনে ফিটনেস চ্যালেঞ্জ নিলেন সোনম

দ্য রিপোর্ট ডেস্ক: অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি লন্ডনে তাঁর কাজে ব্যস্ত, কলিগ টাইগার শ্রফের দ্বারা মনোনীত হওয়ার কয়েক সপ্তাহ পর শেষমেশ তিনিও ফিটনেস চ্যালেঞ্জ নিলেন। ইউনিয়ন মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর সোশ্যাল মিডিয়ায় এই ফিটনেস চ্যালেঞ্জ ক্যাম্পেন শুরু করেন।

সোনম ইনস্টাগ্রামে নিজের জিমে ওয়ার্কআউট করার একটা ছবি পোস্ট করেন এবং তিনি নিজের স্বামী আনন্দ আহুজা, বাবা অনিল কাপুর এবং দুই ভাই হর্ষবর্ধন এবং অর্জুন কাপুরকে মনোনীত করেন। ৩২বছরের সোনম তাঁর পোস্টে ক্যাপশন দেন, “এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পেরে উৎসাহিত। ধন্যবাদ টাইগার শ্রফ, আমাকে মনোনীত করার জন্য! রাজ্যবর্ধন সিং রাঠোরকে অভিনন্দন ভারতীয়দের আরও শক্তিশালী হয়ে উঠতে উৎসাহ দেওয়ার জন্য। আমার পছন্দের ওয়ার্কআউট মুভের ছবি পোস্ট করলাম! আমি মনোনীত করছি, অনিল কাপুর, আনন্দ আহুজা, অর্জুন কাপুর এবং হর্ষবর্ধনকে।“

এখনও পর্যন্ত অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ঋত্বিক রোশান, টাইগার শ্রফ এবং খেলোয়াড় বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু এই ফিটনেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন।

আজ শনিবার ৯ জুন সোনম কাপুর লন্ডনে তাঁর স্বামী আনন্দ আহুজা এবং বোন রিয়া কাপুরের সঙ্গে নিজের ৩৩ তম জন্মদিন পালন করবেন। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী শিলা খান এবং সম্যুক্তা নাইয়ার তাদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। গত ৮ মে সোনম, ব্যবসায়ী আনন্দ আহুজাকে মুম্বাইতে বিয়ে করেন।
গত শুক্রবার সোনমের বহু প্রতীক্ষিত সিনেমা ভিরে দি ওয়েডিং মুক্তি পায়, যেখানে তিনি করিনা কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়ার সঙ্গে অভিনয় করেছেন। ভিরে দি ওয়েডিং এখনও পর্যন্ত বক্স-অফিসে ৪৮ কোটি টাকার বেশী আয় করেছে।
এছাড়াও সোনম কাপুর এই মুহূর্তে রণবির কাপুরের সঙ্গে তাঁর অভিনীত সঞ্জু সিনেমা মুক্তির অপেক্ষা করছেন। এটি অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। সোনম এখানে সঞ্জয় দত্তের একজন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। আগামী ২৯ জুন সঞ্জু মুক্তি পাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর