thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭ ফাল্গুন ১৪২৬,  ৩ রজব ১৪৪১

সিরাজদিখানে গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত

২০১৮ জুন ১১ ২৩:০৬:১৪
সিরাজদিখানে গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন। সোমবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম এই তথ্য জানিয়েছেন। বাচ্চু মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিস সুপার বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান বাচ্চু গ্রামের বাড়ি কাকালদী থেকে পূর্ব কাকালদীর এলাকার একটি ওষুধের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে প্রথমে বোমা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। পরে বাচ্চুকে দোকান থেকে বের করে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসেছিল তাই পুলিশ সড়কগুলোতে চেক পোস্ট বসিয়েছে।’ এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর