thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ মে ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৯ রমজান ১৪৪০

বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা

২০১৮ জুন ১২ ১১:৪৪:৩১
বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে রাজি নন খালেদা জিয়া। তাই তাকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

মঙ্গলবার (১২ জুন) সকালে কারা অধিদফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ওনাকে (খালেদা জিয়া) সেখানে (বিএসএমএমইউ) নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। কিন্তু তিনি অনীহা প্রকাশ করেছেন। মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়ার জন্য সোমবার আমি নিজে তার সঙ্গে কথা বলেছিলাম। কারাবিধি অনুযায়ী বিএসএমএমইউতে ওনার সর্বোচ্চ চিকিৎসা হতো।

সরকার যদি চায় তাহলে প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন আরো বলেন, বিএসএমএমইউতে চিকিৎসা নিতে অনীহার কারণ তিনি (খালেদা জিয়া) লিখিত আকারে জানালে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে জানাবো।

এর আগে সকালে বিএসএমএমইউতে যেতে অনীহা প্রকাশ করেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার বরাতে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানান, ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু তিনি বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেছেন। তবে তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর