thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

২০১৮ জুন ১৫ ১১:৫২:১৮
পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া ঘাটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার রাত থেকে ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় ফেরি পারে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

শুক্রবার সকালে যানবাহনের দীর্ঘ সারি ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। ৪ থেকে ৫ কিলোমিটার পথ হেঁটে ঘাটে যাচ্ছেন লঞ্চের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঘাট একেবারে যানবাহন শূন্য হয়ে পড়েছিলে। কিন্তু রাত ৯টার পর হঠাৎ যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও বাড়ে। মধ্যরাতে যানবাহনের দীর্ঘ সারি প্রায় ৬ কিলোমটার এলাকা ছাড়িয়ে যায়। ফেরি পার হতে একেকটি যানবাহনকে ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

শুক্রবার সকাল থেকেও বাস, ট্রাক, পিকআপে করে যে যেভাবে পেরেছে বাড়ির পথে রওনা হয়েছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশ ও ঘাট কর্তৃপক্ষের। ঘাটে ছোট গাড়ির চাপও অনেক বেশি। যানবাহনের এই চাপ দিনভর থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ছোট বড় ২০টি ফেরি দিয়ে ঘাটে যানবাহন পারাপার হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর